বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় এমপ্লয়ী এসোসিয়েশানের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কবির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এসোসিয়েশানের কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশানের উপদেষ্টা প্রভাষক মহসীন আলী। সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় সভায় আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান ময়না, প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ পাড়, সহকারী অধ্যাপক সজল আঢ্য, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, শিক্ষক হাসান ইকবাল মামুন, প্রধান শিক্ষক সিফাতুলাহ, নিতাই সরকার, হিমাংশু কুমার দাশ, আলমিন হোসেন ছোট্টু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।