বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওঃ আসাদুজ্জামান আসাদ। দ্বিতীয় বক্তা ছিলেন মুফাচ্ছিরে কোরআর মাওঃ শামীম রেজা সিদ্দিকী। নওয়াপাড়া যুব কমিটির আয়োজনে ও বড়খামার মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আছাফুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। সভায় বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখেন, মাওঃ জাহিদুল ইসলাম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন, সাকিব হাসান ও নুরুজ্জামান।