বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় কৃষাণ-কৃষাণী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় ইউএসএআইডি এর অর্থায়নে বেউলা গ্রামে এ সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেউলা গ্রামকে মডেল গ্রাম হিসাবে গড়ে তুলতে কৃষাণ-কৃষাণীদেরকে উদ্বুদ্ধকরতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদ হাসান। তিনি মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সার, গুটি ইউরিয়ার ব্যবহার, ধানের জমিতে পার্চিং, লাইন লোগো পদ্ধতির উপর আলোচনা করেন। অনুষ্ঠানে ৩০ জন কৃষাণ-কৃষাণী এই প্রযুক্তি গ্রহণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এসময় যুব মহিলা লীগের নেত্রী মেহেরুন্নেসা, ইয়াছিন আরাফাত প্রমূখ উপস্থিত ছিলেন।