বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্য শস্য (চাউল) বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বুধহাটা বাজার স্কুল মার্কেট চত্বরে এ কর্মসূচির চাউল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডবলু। ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১১৮৪ জন কার্ডধারীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির (১০টাকা কেজি মূল্যের) ৩০কেজি করে রেশনের চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য দোলন খাতুন, বুধহাটা যুব কিশোর সংসদ সভাপতি নুরুজ্জামান জুলু, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরি, ডিলার নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, তাঁতীলীগ নেতা জহিরুল ইসলাম বাবু, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।