বুধহাটা প্রতিনিধি \ ২০০৪ সালে ২১ আগষ্ট দেশরত্ব জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) বিকাল ৪.৩০ টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামান। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলী ও জহিরুল ইসলামরে সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, স্বেচ্ছাসেবকলীগের শিখা কবির, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, শেখ রাসেল যুব সংঘ আনুলিয়া সভাপতি বিকাশ সরকার, যুবলীগ নেতা ইদ্রিস আলী প্রমুখ। বক্তাগণ, ২১ আগষ্টের গেনেড হামলার মাধ্যমে দেশের শত্রæ, স্বাধীনতার শত্রæ মীরজাফরের প্রেতাত্বারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে দেশকে আবার পাকিস্তানে পরিনত করতে চেয়েছিল। এদিন মহান আল্লাহর রহমনে মানবতার মা, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী, দেশনেত্রী শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও আইভি রহমানসহ অনেক নেতাকর্মী শহীদ হন এবং বহু নেতাকর্মী পঙ্গুত্ববরণ ও আহত হন। সেদিন তারা শেখ হাসিনাকে হত্যা করতে ও দেশকে বিকিয়ে দিতে ব্যর্থ হলেও তারা তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে দেশে হত্যা, আগুন সন্ত্রাস, বোমা সন্ত্রাসসহ নানা অপকর্ম চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা করে যাচ্ছে। তাদের ও আ’লীগের দলে মিশে যারা দলকে ও দলের যোগ্য ব্যক্তিদেরকে জনসমাজে হেয় প্রতিপন্ন করতে নানা ফালতো কথা অপপ্রচার করে যাচ্ছে তাদেরকে উচিৎ শিক্ষা দেওয়া হবে। এজন্য সকল নেতাকর্মীকে সচেতনতার সাথে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।