ইয়াছিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় গ্রাম ডাক্তার, ঔষধ ব্যবসায়ী বনাম ঔষধ রিপ্রেজেনটেটিভদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল বুধহাটা ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ খেলায় রফিক আহমেদের নেতৃত্বে গ্রাম ডাক্তার, ঔষধ ব্যবসায়ী ফুটবল একাদশ এবং আইয়ুব হোসেন রানা’র নেতৃত্বে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ ফুটবল একাদশ মুখোমুখি জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। মুহুর মুহুর আক্রমণে খেলার প্রথম অর্ধে রিপ্রেজেনটেটিভ ফুটবল একাদশ ১টি গোল করে এগিয়ে থাকেন। খেলার দ্বিতীয় অংশে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষ গ্রাম ডাক্তার ও ঔষধ ব্যবসায়ী ফুটবল একাদশ পাল্টা আক্রমণে পর পর তিনটি গোল করে বিজয় ছিনিয়ে আনেন। নির্ধারিত সময় শেষে প্রথম গোলদাতা সওকত হোসেনকে এবং সেরা খেলোয়ার সিহাবুল ইসলাম সিহাবের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি আব্দুস সাত্তার, প্রবীণ চিকিৎসক বিমল দত্ত, অচিন্ত ঘোষ, ডেন্টিস এসকে রাজা, শেখ নুর ইসলাম, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, সাংবাদিক ইয়াছিন আরাফাত, শিমুল পাল প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন বরুণ কুমার সানা, সহকারী ছিলেন সাইদুর রহমান ও আবু সাইদ। খেলাটির ধারাভাষ্যে ছিলেন স্বাস্থ্য ইন্সপেক্টর আবু মুছা। মাঠে দর্শক ছিলো কানায় কানায় পরিপূর্ণ।