বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল’২২ অনুষ্ঠিত হয়েছে। বেউলা গাজীরহাট ফুটবল ময়দানে দুপুর ২ ঘটিকা থেকে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস, ঢাকা নিউ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বিভিন্ন টেলিভিশনের ধর্মীয় আলোচক ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। বেউলা মোড়ল পাড়া যুব সংঘের আয়োজনে মাহফিলে বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখেন, শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, ঢাকা কেন্দ্রীয় এবাদুলাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন হুযাইফীসহ বিভিন্ন ওলামায়ে কেরাম। বাদ জোহর হতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বুধহাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু এর সভাপতিত্বে মাহফিলে এসময় বহু হাজী আলেম ও হাফেজ, শিক্ষক, সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসলীবৃন্দ উপস্থিত ছিলেন।