বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূমিহীন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে বুধহাটা ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা এলাকার ভূমিহীন ও এলাকাবাসীর অংশ গ্রহণে বেউলা টু বুধহাটা সড়কে এ দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তাগন বলেন, আমরা এলাকার অসহায় ভূমিহীন সাধারণ মানুষ। মাঠে ঘাটে কামলা খেটে আমরা জীবিকা নির্বাহ করি। আমাদের বলতে তেমন কোন জমি জায়গা নাই। কয়েকটি পরিবার মিলে আমরা বেউলা লম্বাডাঙ্গা এলাকায় রাস্তার পাশে বসবাস করে আসছি। আমাদের বাড়ীর পাশে আমাদের এক প্রতিবেশীর বাগানের মধ্যে এক বিঘারও বেশী সরকারি খাস সম্পত্তি আছে। যা উক্ত ধর্নাঢ্য পরিবারটি ভোগ দখল করে আসছে। কিন্তু বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ মোকারম হোসেন উক্ত সরকারি খাস জায়গাটি চিহ্নিত না করে একজনের বাড়ীঘর উচ্ছেদ করে, গাছ গাছালী নিধন করে এবং পানি নিষ্কাশনের পথ বদ্ধ করে পারিবারিক কবরস্থানের উপর মুজিববর্ষের ঘর নির্মানের পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, নায়েব শেখ মোকারম হোসেন লোক দিয়ে গায়ের জোরে, সন্ত্রাসী স্টাইলে ভূমিহীদের গাছ গাছালী কেটে নিধন করে। আশে পাশে অনেক সরকারি খাস জায়গা আছে বলে উপজেলা প্রশাসনকে সরেজমিন দেখালেও তিনি গায়ের জোরে আইনের ক্ষমতা দেখাতে এবং আইনকে নিজের সম্পত্তি ভেবে ইচ্ছে মত কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তাগন। দীর্ঘ মানববন্ধনে এলাকার কয়েক শত নারী পুরুষের অংশ গ্রহণে বক্তব্য রাখেন লাভলু হোসেন, ভুক্তভোগী ভূমিহীন আব্দুল গফ্ফার, ভূমিহীন মনোয়ারা খাতুন, ফাতেমা খাতুন ও ব্যবসায়ী কুরবান আলী।