শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

বুধহাটায় নৌকায় ভোট চেয়ে মোস্তাকিমের উঠান বৈঠক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

এম এম নুর আলম/ ইয়াছিন আরাফাত ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া কালভার্টের পাশে এ উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, বাংলাদেশের এমন কোন সেক্টর নেই, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া পৌছায়নি। দেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনা সরকার ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের রোল মডেলে পরিনত করেছে। দেশের টাকায় শেখ হাসিনা সরকার নির্মান করেছেন পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, মেট্রোরেল। প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ, ভিডিডি কার্ড, স্বল্প মূল্যের রেশন কার্ড ও টিসিবি কার্ড, গর্ভবর্তী কার্ড, বিনামূল্যে শিশু খাদ্য ও শিশু কার্ড, শিক্ষার্থীদের জন্য দিয়েছেন পহেলা জানুয়ারীতে নতুন বই উৎসব। তিনি আর বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু এক শ্রেণির মানুষ আবারও জ্বালাও পোড়াও করে শান্ত দেশকে অশান্ত করে তুলতে চায়। আমরা চাই উন্নয়ন, আমরা আর জ্বালাও পোড়াও, মানুষ হত্যার রাজনীতি চাই না। এসময় তিনি আগামী নির্বাচনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে চলমান রাখতে সকলকে দেশের স্বার্থে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান। সাবেক ইউপি সদস্য আবু সাঈদ সরদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ ব ম মোছাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রমূখ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম বাপ্পীর সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠাক শেষে প্রধান অতিথি উপস্থিত জনসাধারনের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com