আশাশুনি প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় কোর্টের আদেশে কার্যক্রম বন্ধ হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বুধহাটা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রর মালামাল সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক জব্দ করে তাদের হেফাজতে নিয়েছে। পিবিআই সূত্রে জানাগেছে, সিআর মামলা নং ৪১২/২২ (আশাশুনি), টিআর ৫৩/২৩ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৪, আদেশ নং ১৩, তারিখ ১৮/০৪/২০২৩ খ্রীঃ মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ ইন্সপেক্টর মোঃ আখতারুজ্জান শনিবার সকাল ১০টা থেকে বুধহাটা বাজারের মালেক সুপার মার্কেটের দ্বিতীয় তলার বন্ধ হওয়া এজেন্ট ব্যাকটির শাখা কেন্দ্রের পাশ্ববর্তী রুমে গ্রীলে তালাবদ্ধ অবস্থায় এ মালামাল উদ্ধার পূর্বক জব্দ করে নিয়ে যান। এসময় মামলার বাদী ও বিবাদী গ্রীলে তালাবদ্ধ রুমের চাবি একে অপরের কাছে আছে এমনটি দাবি করলে পিবিআই টিম ঘরের তালা ভেঙে মালামাল জব্দ করতে বাধ্য হয়। এসময় পিবিআই টিম আরও জানায়, বাদী সাবেক শাখা কেন্দ্রের পরিচালক মেজবাউল ইসলাম ও বিল্ডিং মালিক মামলার বিবাদী মালেক ঢালীসহ সাক্ষী গনের উপস্থিতিতে মামলার এজাহারে উল্লেখিত সকল মালামাল উদ্ধার পূর্বক তাদের হেফাজতে নিয়েছে।