বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেরার বুধহাটা গ্রামের প্রবাসে স্বপ্নের সুখ খুজতে যাওয়া নির্যাতিতা মহিলাকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট) বিকালে ইউএনও’র প্রতিনিধি তার বাড়িতে গিয়ে সহায়তার টাকা তুলে দেন। বুধহাটা গ্রামের আমিনুর রহমানের কন্যা স্বপ্না খাতুন দারিদ্রক্লিষ্ট সংসারে সুখের সন্ধানে বিদেশ গমন করেন। সেখানে নির্মাম নির্যাতনে তিনি অন্ধ ও পঙ্গত্ববরণ করেন। সম্প্রতি তাকে দেশে ফিরিয়ে আনা হলে জাতীয় ও স্থানীয় দৈনিকসহ বিভিন্ন চ্যানেলে তার স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। খবর জানতে পেরে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর স্বপ্না খাতুন এর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ১৫ হাজার টাকা প্রেরন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সোহাগ খান বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও ইউপি সদস্য ফিরোজ আহমেদকে সাথে নিয়ে নির্যাতিতা স্বপ্নার বাড়িতে গিয়ে তার হাতে টাকা তুলে দেন।