শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

বুধহাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

আশাশুনি প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী দিন ভিন্নধর্মী কর্মসূচির মাধ্য দিয়ে স্মরণীয় করে রাখতে শনিবার সকাল থেকে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের নেতৃত্বে একদল চৌকস মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে বুধহাটায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ২২জন ভায়া টেষ্ট (জরায়ু ক্যান্সার), ১৩৬জন গাইনী ও শিশু চিকিৎসাসেবা গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্হাপনায় মেডিকেল ক্যাম্পে আরএমও ডাঃ দীপন বিশ্বাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ অনিক গুহ, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, স্বাস্হ্য পরিদর্শক মাহবুবুর রহমান, কবীর আহম্মেদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, মোক্তারুজ্জামান স্বপন, পঃ পঃ পরিদর্শক হাবিবুল­াহ, স্বাস্থ্য সহকারী নাসরিন আখতার, মুহসিন উদ্দীন, নদিমুজ্জামান সজল, সিএইচসিপি বারেয়া নাসরিন সহ স্বেচ্ছাসেবীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com