বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজলার বুধহাটায় বজ্রঘাতে হাফিজুল ইসলাম ঢালী নামে এক রাজমিস্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের বেউলা বিলের মধ্যে বেউলা থেকে মহেশ্বরকাটি রাস্তার উপর। ধারনা করা হচ্ছে, মহেশ্বরকাটি থেকে আসার পথে ঘটনাস্থান বেউলা বিলের মধ্যে নির্জন এলাকায় পৌঁছালে বজ্রঘাতে তার মৃত হয়। হাফিজুল ইসলাম (৩০) শ্বেতপুর গ্রামের সামছুর মাস্টারের ছেলে। রাত ৮টার কিছুক্ষন পরে বৃষ্টি থেমে গেলে ঐ রাস্তা দিয়ে চলাচলরত পথচারীরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে তাৎক্ষণিক তার পরিবারকে বিষয়টি অবহিত করে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।