শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

বুধহাটায় বাড়ির সকলকে অজ্ঞান করে ডাকাতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি/ বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে চেতনানাশক জাতীয় কিছু ব্যবহার করে বাড়ির সকলকে অজ্ঞান করে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, শ্বেতপুর গ্রামের মৃত মোফাজ্জেল গাজীর ছেলে আফছার আলী গাজী পাকা বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে তিনি স্বামীস্ত্রী ঘরের বারান্দায় এবং ছেলে আলমগীর ঘরের মধ্যে ঘুমিয়ে যান। ধারনা করা হচ্ছে তাদেরকে চেতনা নাশক ব্যবহার করে অচেতন করার পর ঘরের ২টি কক্ষের তালা ভেঙ্গে এবং আলমগীর ঘুমিয়ে থাকা কক্ষের ছিটকিনি বাইরে থেকে কৌশলে ভেঙ্গে ঘরে ঢোকে। এসময় ঘরে মধ্যে থাকা একটি পালসার মোটর সাইকেল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মূল্যবান কাপড় চোপড় নিয়ে নেয়। পরদিন শুক্রবার সকাল ৭ টার দিকে তাদের সামান্য চেতনা ফিরে আসলে ডাকাতির বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা জানান, রান্নাঘরে থাকা লবণের পাত্রে কিছু মেশানোর লক্ষণ দেখা গেছে। খাদ্যে সাথে বা বিষাক্তদ্রব্য স্প্রে করে তাদেরকে অচেতন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোগিরা এখন শঙ্কামুক্ত বলে জানাগেছে। এব্যাপারে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এদিকে, আশাশুনিতে বাড়ির মানুষকে চেতনা নাশক খাইয়ে ও স্প্রে করে ডাকাতির ঘটনা নিয়মিত বিরতি দিয়ে ঘটে চলেছে। বুধহাটা ইউনিয়নসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে। ফলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com