বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কৃষকলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বুধহাটা করিম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলি। ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, মৎস্যজীবি লীগের সভাপতি হাফিজুল ইসলাম, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার দাশ, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তারুল ইসলাম, নজরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আছাদুল ইসলাম, সহ-সভাপতি ইন্দ্রজিত, মিলন, হাসান প্রমুখ।