বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটায় বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বুধহাটা উত্তর পাড়ায় ৩০ জন চাষীদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে রবি/২০২৩-২৪ মৌসুমে প্রনোদনার আওতায় প্রত্যেক চাষীদের মাঝে ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বুধহাটা ইউপির চেয়ারম্যান প্রফেসর মাহবুবুল হক ডাবলু, উপসহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগের সভাপতি ইদ্রিস আলি, মৎস্যজীবিলীগের সভাপতি হাফিজুল ইসলাম, নজরুল ইসলাম, ছবেদ হাজী প্রমুখ।