আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় মন্দিরের গ্রীল ফাঁকা করে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার রাতের কোন এক সময় কে বা কাহারা মন্দিরের গ্রীল কৌশলে ফাঁক করে ভিতরে প্রবেশ করে সেখান থেকে দানবাক্স বের করে নিকটবর্তী টয়লেটের মধ্যে নিয়ে যায়। এরপর বাক্স ভেঙ্গে বাক্সে থাকা দানের টাকা নিয়ে যায়। চুরিকৃত টাকার পরিমান জানা যায়নি। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মন্দির পরিস্কার করতে গিয়ে দায়িত্বে থাকা সুশীল হালদার চুরির ঘটনা জানতে পারে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শিহাবুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেছেন বলে মন্দির কমিটি সূত্রে জানাগেছে।