ইয়াছিন আরাফাত, বুধহাটা থেকে \ আশাশুনি উপজেলার বুধহাটায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা কলেজের স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমি অসহায় মানুষের সেবা করে যাচ্ছি। দেশের প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিগত দিনে আমার নেতৃত্বে এই এলাকায় দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। যার কারণে আশাশুনিতে আওয়ামী লীগ শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রমূখ। বুধহাটা বজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালীর সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, যুবলীগ নেতা সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একই স্থানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের সমন্বয়