বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা বাস স্ট্যান্ডসহ ৪টি স্পটে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মিনহাজ উল কুরআন বাংলাদেশ এর সৌজন্যে ২১ রমজান পথচারী রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। হযরত আলী (রাঃ) এঁর শাহাদাত দিবস উপলক্ষে বুধহাটা বাস স্ট্যান্ডসহ পৃথক ৪টি স্পটে ২ শতাধিক রোজাদার পথচারীর মাঝে মিনহাজ উল কুরআন বাংলাদেশ এর সসৌজন্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রম ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন, প্রবীন সাংবাদিক আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জি এম মুজিবুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা। ব্যবস্থাপনায় ছিলেন খায়রুননেসা মিরাজ পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রবীন সাংবাদিক মিলন মেহদী। উল্লেখ্য মিনহাজ উল কুরআন বাংলাদেশ এ বছর বাংলাদেশের ২৩ জেলায় ৮৪ টি স্থানে বয়স্ক/বয়স্কাদের কুরআন শিক্ষা কর্মসূচি চালু করেছে।