বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে জুম্মার নামাজ আদায়ে যাওয়া মুসল্লির মোটর সাইকেল চুরি হয়েগেছে। শুক্রবার (১২ জুলাই) জুম্মার নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। বুধহাটা দক্ষিণ পাড়ার নেছার সরদারের ছেলে রিপন ঘটনার সময় গ্রামের হাবাসপুর মোড়ে কামরুল ইসলামের দোকানে তার হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটর সাইকেল রেখে বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুর ১.৫০ টার দিকে দোকানের কাছে গিয়ে দেখেন তার মোটর সাইকেল নাই। অনেক খোজখবর নিয়েও মোটর সাইকেলের কোন হদিস করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরচক্র কৌশলে তালা খুলে/ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে।