ইয়াছিন আরাফাত, বুধহাটা থেকে \ আশাশুনি উপজেলার বুধহাটায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে বুধহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কুল্যা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ঢালী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিস হোসেন প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একই স্থানে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।