বুধহাটা আশাশুনি প্রতিনিধি : বুধহাটা ইউনিয়নের কুন্দুরিয়া ফুটবল মাঠে ৮ দলীয় সূর্যকান্ত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পাইথালী মিলন মহল সংঘ ও কুন্দুড়িয়া উদয়ন সংঘের আয়োজনে এ খেলায় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সখিপুর উদয়ন সংঘ ও অপরদিকে সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাব। খেলার নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল কেউ কোন গোল করতে পারেননি। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে সখিপুর উদয়ন সংঘ জয়লাভ করেন। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো.আমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সম্পাদক এস কে হাসান, ইউপি সদস্য মতিয়ার রহমান, আলতাফ হোসেন,আশাশুনি উপজেলা পরিষদের সি,এ মো. নাজমুল হুদা, এড. জাকারিয়া আহমেদ, সাউথইস্ট ব্যাংকের মেজবাহুল আলম, সিআইডি অফিসার আলামিন হোসেন, সাংবাদিক আরাফাত হোসেন, আসিফ নূর রাহী প্রমূখ। ধারাভাষ্য ছিলেন মোঃ আশরাফ হোসেন, বিল্লাল হোসেন। রেফারির দায়িত্বে ছিলেন মোঃ খোরশেদ আলম, নিতাই চন্দ্র মন্ডল ও মাসুম বিল্লাহ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সখিপুর উদয়ন সংঘের সোহাগ ও গোল রক্ষক মুরাদ হোসেন।