বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক প্রেসক্লাবের সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান। প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জ্বলেমিন হোসেন, প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত ডেনিস, নির্বাহী সদস্য শেখ বাদশা, শেখ আরাফাত, সদস্য আমিনুর রহমান, বাবলু হোসেন, ফারুক হোসেন, খায়রুল ইসলাম প্রমুখ। সভায় ক্লাবের সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।