বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এবিসি স্কুল চত্বরে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবিসি কেজি স্কুলের সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মহাসিন আলী, সাব্বির আহমেদ, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস,কে হাসান, সদস্য মইনুল ইসলাম, শেখ বাদশা, সাংবাদিক ইয়াছিন আরাফাত প্রমূখ। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া- মহিলা অভিভাবকদের জন্য প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টু’র সার্বিক ব্যবস্থাপনায় ক্রিড়া প্রতিযোগিতা পরিচালনা করেন- শিক্ষক আছাফুর রহমান, শেখ আক্তারুজ্জামান, আমিনুর রহমান, নাজিমুদ্দীন, তাসলিমা খাতুন, পাপিয়া সরকার, রতœা খাতুন।