আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনির ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কেজি স্কুল মিলনায়তনে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম। সহকারী শিক্ষক আছাফুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহম্মেদ, গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম, শিক্ষক সেলিম হোসেন প্রমূখ।