আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসকে পালন করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবিসি কেজি স্কুলের প্রধান শিক্ষক আলমিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম। অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, ডাঃ আব্দুল হামিদ, এস এম সালাউদ্দীন, গাজী আমিনুর রশিদ, শেখ আক্তারুজ্জামান, শিক্ষক আছাফুর রহমান, মুক্তা আক্তারী, পাপীয়া সরকার সহ অভিভাবক ও সুধী সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সর্বশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।