আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির একমাত্র ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনডোরের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে ৩০ জানুয়ারি আউট ভোরের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকালে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমিন হোসেন ছোট্টুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ—সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন হোসেন, হাফেজ মাও ঃ শওকাত হোসেন, পুরোহিত গোপাল মুখার্জি, গ্রাম ডাক্তার আঃ হামিদ, সেনা সদস্য সুজন হোসেন, উপজেলা আইবিএফডব্লিউ এর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও বাকি সকল শিক্ষার্থীদের হাতে শান্তনা পুরুস্কার তুলেদেন অতিথিবৃন্দ।