শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

বুধহাটা বাজারের জলবদ্ধতা দূর করতে বাজার কমিটির উদ্যোগ গ্রহণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারটি টানা বৃষ্টিতে পানি জমে বাজারে সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে বাজারের সড়কগুলোতে পানি জমতে শুরু করে। যার ফলে ব্যবসায়ী ও ভোগান্তি বেড়ে যায়। বাজারের পানি নিষ্কাশনের ড্রেনগুলোতর ময়লা জমে জমে পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পড়েছে। বাজারের ব্যবসায়ীদের ও জনসাধারণের কথা চিন্তা করে মঙ্গলবার সকালে বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বাজারের সকল সড়কের পাশে ড্রেনেজ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জুলু,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com