আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত ৯টায় বুধহাটা বাজারের কাঁচা বাজার চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধহটা বাজার ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহেদী হাসান বিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য শহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও মিলন হোসেন। অনুষ্ঠিত আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ শফিকুল ইসলাম (শফি)—কে বুধহাটা বাজার মুদিখানা ব্যবসায়ী সমিতির সভাপতি ও মোঃ আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক করে করে ১১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ—সভাপতি মানষ দেবনাথ, সহ—সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ দেবনাথ, রনজিৎ সাধু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক প্রণব সাধু, কোষাধক্ষ প্রহ্লাদ বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ জিল্লুর রহমান ও কার্যকরী সদস্য রাম সাধু। বুধহাটা বাজার মুদিখানা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মন্ডলীরা হলেন প্রবীর কুমার, ঘোষ সুশীল সাধু, এস এম খলিলুর রহমান।