মোস্তাফিজুর রহমান/আরাফাত হোসেন ড্যানিশ \ বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বুধহাটা স্কুল প্রঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্কুল শাখায় ৮০৭ জন অভিভাবক ভোটারের মধ্যে ৬৬৩ জন ভোটার এবং কলেজ শাখায় ১৯০ জন ভোটারের মধ্যে ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে স্কুল শাখায় আবু সাইদ-বল প্রতীকে ৪১৫ ভোট এবং সাজ্জাদ হোসেন-আনারস প্রতীকে ৩৩৩ভোট পেয়ে বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ সরদার- ছাতা প্রতীকে ২৫৭ এবং শফিকুল ইসলাম-দোয়াত কলম প্রতীকে ২৪২ ভোট পেয়ে পরাজিত হয়। স্কুল শাখায় ৫ভোট বাতিল বলে ঘোষনা করা হয়। কলেজ শাখায় আতিকুল ইসলাম-মাছ প্রতীক নিয়ে ১০৫ ভোট এবং আব্দুল লতিফ-মোরগ প্রতীকে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন ঢালী- হরিণ প্রতীকে ৫৫ ভোট এবং অসীম চক্রবর্তী -চেয়ার প্রতীকে ৩৬ ভোট পেয়ে পরাজিত হয়। এর আগে সংরক্ষিত মহিলা সদস্যা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাছিমা খাতুন নির্বাচিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। জানাগেছে, স্থানীয় দুই প্রভাবশালী জন প্রতিনিধি আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু’র উভয় শাখায় পচ্ছন্দের প্রার্থী থাকায় ভোটার এবং সাধারণ মানুষের বধ্যে নির্বাচন কেন্দ্রিক বাড়তি আগ্রহ দেখা যায়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম সিহাব সঙ্গীয় ফোর্স সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।