বুধহাটা প্রতিনিধি ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে নৌকায় ভোট চেয়ে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটিতে গণসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মহেশ্বরকাটি মৎস্য সেটে এ গণসংযোগ করা হয়। সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম গণসংযোগকালে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বিশ্বে বাংলাদেশে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। মানুষ উন্নয়ন চায় ও শান্তি চায় কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামাত যে আগুন সন্ত্রাসের সৃষ্টি করেছে, রাজপথে থেকে আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের সাথে নিয়ে তাদের সকল নাশতকতমূলক কর্মকাণ্ড প্রতিহত করা হবে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান, মহেশ্বরকাটি আড়ৎদার সমিতির সভাপতি আব্দুস সালাম, মহেশ্বরকাটি পূজা কমিটির সভাপতি অনাঙ্গ মন্ডল, সাধারণ সম্পাদক বিকাশ সরদার, মহেশ্বরকাটি মৎস্য সেটের উপদেষ্টা সুনীল মণ্ডল, অরুন মন্ডল, পুলিন মন্ডল, প্রতাপ মন্ডল, ব্যবসায়ী অশোক মন্ডল, শ্রমিক ইউনিয়নের সভাপতি মিলন দাস, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।