বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দূর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি এর আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত কর্মশালায় ইউপি সদস্য মোঃ আব্দর রউফ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউএসএআইডি’র এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম এর প্রজেক্ট অফিসার দীপঙ্কর সাহা’র পরিচালনায় উক্ত কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৪২ জন সদস্য অংশ নেন। এসময় ইউপ সচিব মোঃ রিয়াজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা উমা রাণী মলিক, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ মন্ডল, ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিলুর রহমান, স্বেচ্ছাসেবক, স.ম ওসমান গনী সোহাগ, মোঃ আব্দুল হাকিম গাজী সহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের উলেখিত ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও সদস্যাবৃন্দ, ওয়ার্ড ভিশনের খগেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।