বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে জলবায়ু সহনশীল আয়বৃদ্ধিমূলক কাজে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১টায় ইসলামিক রিলিফ ইউএসএ এর অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে অত্র ইউনিয়নের হতদরিদ্র ১৪৪ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ১৮০০০/= টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ মাহাতাব উদ্দিন প্রমুখ।