বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের সেরা ছাত্রী ও বিদ্যালয় ফাস্ট হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্রী সামিয়া আক্তার নিহা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ তাজুল ইসলাম।