মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

বৃদ্ধাশ্রমের প্রবীণদের চিকিৎসার দ্বায়িত্ব নিলেন ড. কাজী এরতেজা হাসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ নিজ জন্মস্থান সাতক্ষীরার প্রতি দায়িত্ব থেকেই আবারো জেলার প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দ্বায়িত্ব গ্রহণের ঘোষণা দিলেন আজিজা-মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক ভোরের পাতা এবং দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। গতকাল বিকালে তিনি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আবুল কামালের হাতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দ্বায়িত্ব গ্রহণের একটি পত্র তুলে দেন। এসময় তিনিঅসহায় মানুষের পাশে দাড়ানোর শিক্ষাটা পরিবার থেকে পেয়েছেন।এসময় প্রবীণ মা-বাবাদের সাথে নিয়ে একসাথে মৌসুমী ফলমূল বিতরণ করেন। মোনাজাতের মাধ্যমে মহান আল­াহ রাব্বুল আলামিনের কাছে সকলের জন্য দোয়া করেন। এর আগে রমজান মাসে তিনি বৃদ্ধাশ্রমের জন্য সরকারিভাবে একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করা ও নিজ অর্থায়নে বৃদ্ধাশ্রমের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ড. কাজী এরতেজা হাসান। তিনি বলেন, মানুষের জন্য দুই ভাবে কাজ করতে হয়। অন্যদের অনুপ্রাণিত করতে এবং গোপনে। আমি নিজে কাজ করার পাশাপাশি অন্যদেরকে এমন মহৎ কাজে অনুপ্রাণিত করতে চাই। তিনি বলেন, আমি সাতক্ষীরার একজন সাধারণ ছেলে হিসেবে আমি মনে করেছি এই প্রবীণ বাবা মা’র সাথে থাকা উচিত। এর পূর্বে জেলা প্রশাসকের সাথে কথা বলে স্থায়ী জায়গায় ব্যবস্থা করেছি। আজকে এই বাবা মা’র চিকিৎসার ব্যবস্থা করলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃশরিফুল ইসলাম খান বাবু, ডা: মাহাতাবউদ্দিন মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান রাসেল,বৃদ্ধাশ্রমের পরিচালক আবুল কামাল, পৌর যুব লীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাংবাদিক গাজী ফারহাদ, হোসেন আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com