স্টাফ রিপোর্টার : “নবীনদের উদ্যোগে প্রবীনদের সুরক্ষা” শ্লোগানে সাতক্ষীরায় বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে আজিজা মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে কম্বল বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আ’লীগের সহ সভাপতি, বাংলাদেশ আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক, এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, জেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান প্রমুখ। কম্বল বিতারণ শেষে ড. কাজী এরতেজা হাসান সিআইপি বলেন, আজিজা মান্নান ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে থাকবে। সমাজে যারা সন্মানিত কিন্তু দরিদ্র, চাইতে পারেনা, হাত পাততে পারেনা, তারাই প্রকৃত দাবিদার। তাদেরকে খোঁজ করে চেষ্টা করি তাদের হাতে সাহায্য পৌঁছে দেয়ার। ভবিষ্যতেও আমাদের সাধ্যানুযায়ী আজিজা মান্নান ফাউন্ডেশন অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকবে, ইনশাআলাহ।