মোঃ অহিদুজ্জামান লাভলু বাঁশদহা (সাতক্ষীরা সদর) থেকে \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ,ঝাউডাঙ্গা, কুশখালী সহ পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের বিস্তৃন্ন আমন ধানের মাঠ এখন আকাশের পানির অভাবে ফেঁড়ে চৌচির।সরেজমিনে দেখা গেল ফসলের মাঠে কোথাও পানির দেখা নাই।চারিদিকে হাহাকার ,নাই কোথাও পর্যাপ্ত পানি।ধান ক্ষেত গুলো পানির অপেক্ষায় অধীর আগ্রে বসে আছে।পানির অভাবে মাঠে ফসলের অবস্থা তেমন ভাল না।এদিকে কৃষক কৃষাণীরা আছে দুঃচিন্তায়। কেননা এসব ফসল এক দিকে যেমন তাদের পরিবারে খাদ্যের অভাব মেটায় ,অন্যদিকে বিক্রি করে তাদের পরিবারের ভরন পোষনও চলে।এছাড়াও ঘের বেড়িতেও নাই পর্যাপ্ত পানি।ঘের মালিকরা ছাড়তে পারছে না মাছের রেনু।পানির অভাবে ঘেরে যে মাছ আছে তাও হতে পারছে না মোটাতাজা। সবকিছু মিলায়ে কৃষকেরা আছে এক মহাবিপর্যয়ে কোথও কোথাও দেখা মিলছে গভীর নল ক‚প দিয়ে দেওয়া হচ্ছে সেচ,যাতে বাড়ছে আবার বাড়তি খরচ।অন্যদিকে কৃষকরা বলছে অন্য বছর এ সময় মাঠঘাট পানিতে ভরপুর থাকে, মাঠে থাকে ফসলে ভরপুর। কিন্তু এবার আছি মহা বিপদে না জানি সমনে কি অবস্থা হয়।তাই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন মাঠ ঘাট বৃষ্টিতে ভরপুর হয়ে ওঠে এবং মাঠ সোনার ফসলে ভরে যায়।