শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

বেওয়ারিশ কুকুরের হিংস্রতা এবং বাস্তবতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

প্রাণি হিসেবে কুকুর অত্যন্ত বিশ্বস্ত এবং প্রভুভক্ত, বিশ্বের দেশে দেশে তাই কুকুরের প্রতি মানুষের বিশেষ আন্তরিকতা ও সখ্যতা দেখা যায়। আমাদের দেশে কুকুর পোষা এবং কুকুরের প্রতি আস্থাশীলতার বিষয়টি বিশেষ ভাবে আলেখ্য। এক শ্রেনির লোকজন বাসাবাড়ীতে কুকুর পালে এক্ষেত্রে বাড়ীর নিরাপত্তা ব্যবস্থা কুকুরের উপর ছেড়ে দেওয়া হয়। অত্যন্ত বিশ্বস্থ এবং প্রখর স্মৃতি ও ঘ্রানশক্তি সম্পন্ন প্রানিটি কোন কোন সময় সাধারন মানুষের জন্য আতঙ্কের কারন হিসেবে বিবেচিত হয়ে থাকে। বর্তমান সময় সাতক্ষীরায় কুকুর নিয়ে এমনই এক অস্বাভাবিক পরিস্থিতির অবতরনা ঘটেছে, সাতক্ষীরা শহরে ব্যাপক পরিমান বেওয়ারিশ কুকুরের উপস্থিতি এবং মানুষদের প্রতি হিংস্রতা দৃশ্যতঃ জনমনে এক ধরনের ভিতিকর পরিবেশের অবতরনা ঘটিয়েছে। গত কয়েক দিন যাবৎ শহরের সড়কে সড়কে, বাসাবাড়ীর সামনে, অলিগলি এক কথায় সর্বত্র বেওয়ারিশ কুকুরের উপস্থিতি। কুকুরের হিংস্রতা ক্ষত হচ্ছে পথ চারিরা, ইতিমধ্যে উলে­খযোগ্য সংখ্যক মানুষকে কুকুর কামড় দিয়েছে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল সাতক্ষীরা শহরের বেওয়ারিশ কুকুরের হিংস্রতা শিরোনামে একটিপ জন গুরুত্বপূর্ন প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সাতক্ষীরার শহরের বেওয়ারিশ কুকুর জন সাধারনকে কামড় দিচ্ছে। ডাস্টবিনের পরিত্যক্ত খাদ্য চটকিয়ে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। শহর হতে কুকুর অন্যত্র সরিয়ে নেওয়ার সময় এসেছে। এবং বিশেষ ব্যবস্থায় মেডিসিনের মাধ্যমে কুকুরের বিশ নিধন করতে হবে। সাতক্ষীরা শহর এর পাশাপাশি গ্রাম গুলোতেও চলছে কুকুরের হিংস্রতা, অবিলম্বে কুকুরের এই অসহনীয় এবং হিংস্রতা হতে জনসাধারনকে রক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com