বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন, পথসভা, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধন ও পথসভা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরির ৫ জন জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মো. জিয়াউর রহমান, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, জয়িতা শংকরী রানী মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।