রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বেঙ্গালুরুতে রাস্তায় ভাসছে যানবাহন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বেঙ্গালুরু শহর প্লাবিত হওয়ার মুখোমুখি হয়ে আছে। মারাঠাহলি­, আউটার রিং রোড ও অন্যান্য জায়গার মতো অনেক এলাকায় যানবাহনগুলোকে বন্যার পানিতে ভাসতে দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইম্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পরিস্থিতি সম্পর্কে লোকেদের অবহিত করার জন্য ট্র্যাফিক কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পরামর্শ পোস্ট করেছে। পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) কালা কৃষ্ণস্বামী তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের পোস্টে লিখেছেন, ‘যাত্রীরা দয়া করে মনে রাখবেন, আজ বেরোনোর আগে অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শহরের অনেক জায়গায় ধীর গতিতে যানজটের আশা করুন। সেই অনুযায়ী আপনার ভ্রমণ পরিকল্পনা করুন। ট্রাফিক পুলিশ যাতায়াত সহজ ও নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে।’ শহরটির মানুষ সোশ্যাল মিডিয়ায় রাস্তার বেহাল দশায় হতাশা প্রকাশ করছে। বেঙ্গালুরুতে অন্তত তিনটি এলাকায় রাতভর ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরটির উত্তরের মারাঠাহলি­, ডোড্ডানেকুন্ডি ও অন্যান্য এলাকাগুলো সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে শুধু শহর নয় বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পুরো পার্কিং পানিতে ডুবে গেছে। সাবেক মন্ত্রী ও মহাদেবপুরার বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি­ বলেন, ‘মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে ত্রাণ কাজে যোগদানের জন্য সমস্ত নেতা ও কর্মীকে অনুরোধ করছি। গত কয়েকদিনের ভারী বর্ষণে এলাকার কয়েকটি অংশ জলে প্লাবিত হয়েছে। আসুন আমরা মানুষকে ও নিজেদেরকে সাহায্য করি। কাজের সময় সতর্ক থাকি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com