এফএনএস স্পোর্টস: লা লিগায় করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ২২ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ১৯ থেকে ৩৬ মিনিটের মধ্যে বেনজেমা হ্যাটট্রিক পূরণ করেছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে মার্কো আসেনসিও দলের হয়ে পঞ্চম গোলটি করেছেন। ম্যাচের শেষভাগে লুকাস ভাসকুয়েজ আরও এক গোল দিয়েছেন। ম্যাচ শেষে ভাসকুয়েজ বলেন, ‘করিম একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বমানের তারকা। এখানে সে ১৪ বছর যাবত খেলছে এবং প্রতিদিনই নিজেকে পরিণত করে তুলছে। বছরের পর বছর সে মাদ্রিদের নাম্বার নাইন জার্সি ধরে রেখেছে। তাকে নিয়ে খুব বেশী কিছু বলার নাই। তার জন্য আমি দারুণ খুশি, বেনজেমার সঙ্গে একই দলে খেলতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান।’ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে নেমে আসেনসিওর সহায়তায় রদ্রিগো গোলের খাতা খুলেন। এরপর রিয়ালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ফরোয়ার্ড লাইনের জুটি বেনজেমার প্রথম দুই গোলে ভিনিসিয়াস জুনিয়র সহায়তা করেছেন। ৩৬ মিনিটে দুর্দান্ত গোলে ফরাসি এই ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন। লা লিগা মৌসুমে এটি তার ১৪তম গোল। ১৭ গোল নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার রবার্ট লিওয়ানদোস্কির পর ৩৫ বছর বয়সী বেনজেমা সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। দলের ফরোয়ার্ড লাইন নিয়ে দারুণ সন্তুষ্টি প্রকাশ করে রিয়াল বস আনচেলত্তি বলেন, ‘আক্রমণভাগে চারজনই ভাল খেলেছে, সবদিক থেকেই আজ তারা ছিল অপ্রতিরোধ্য। সবাই সমন্বিত ভাবে খেলেছে। নীচের থেকে একত্র ভাবে আক্রমণ চালিয়েছে, যা আমরা সবসময় চাই।’