বেনাপোল প্রতিনিধি \ বেনাপোল স্থলবন্দর এলাকায় করোনা সুরক্ষা মানছে না কেহ। বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠন সহ পথচপারিও স্থানীয়রা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে করোনা সংক্রমনের ঝুকি। নেই প্রশাসনিক তৎপরতা। পাসপোর্ট যাত্রী ও ভারত থেকে আসা ট্রাক ড্রাইভাররা অবাধে মিসছে স্থানীয়দের সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়ছে করোনার নতুন ধারন ওমিক্রন সংক্রমনে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা। বন্দর ও কাষ্টম চেকপোষ্ট এলাকায় করোনা সু রক্ষায় সরকার বাড়তি নির্দেশনা দিলেও অবাধে ম্যাক্স ছাড়ায় চলছে বন্দর ব্যাবহারকারীরা। মানছেনা দুরত্ব। নেই মনিটরিং। প্রতিদিন ৭শতাধিক যাত্রী ও পন্যবাহি ট্রাকে ড্র্ইাভার ও হেলপাররা যাতায়াত করছে এ বন্দর দিয়ে। ফলে ওমিক্রন সংক্রমনের আতংক ও ঝুকি বাড়ছে বন্দর এলাকায়। বন্দর উপ পরিচালক মামনু তরফদার জানান, ওমিক্রন সংক্রমনের সুরক্ষা প্রতিপালনে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক দফায় বৈঠক করেও বিভিন্ন সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে। করোনা সু রক্ষা মেনেই পন্য আমদানি রফতানি হচ্ছে বলে দাবী করেন তিনি।