এফএনএস: যশোরের বেনাপোলে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে বাংলাদেশি ট্রাকের চালককে। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভ‚ইয়া জানান, গতকাল রোববার সকালে বন্দরের ৫ নম্বর গেটের সামনে ঢাকা-কলকাতা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক শ্যাম সুন্দরের (৬০) বাড়ি ভারতের উত্তর প্রদেশের উমরালা কসিকালাম চচতা-মতুয়া এলাকায় বলে তার সহকারী অজিদ যাদব জানিয়েছেন। আটক ট্রাকচালক শিলন হোসেন (২২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওসি বলেন, ভারতীয় ওই ট্রাক চালক বন্দরের ভেতরে ট্রাক রেখে তার সহকারীর সঙ্গে ঢাকা-কলকাতা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে বেনাপোল বাজার থেকে চেকপোস্টগামী রপ্তানি পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। “এতে মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই শ্যাম সুন্দরের মৃত্যু হয়।” এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।