এফএনএস: যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা। গত শুক্রবার রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল সোনার বারগুলো উদ্ধার করে। বিজিবি জানায়, ভারতে সোনার বার পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুইজন ব্যক্তিকে থামতে বলেন বিজিবির সদস্যরা। তারা না থামিয়ে পালানোর চেষ্টা করেন। বিজির সদস্যরা লাঠি দিয়ে আঘাত করলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীর সঙ্গে থাকা ব্যাগটি পড়ে যায়। পরে তারা দ্রæত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। ওই ব্যাগ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়ে। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমান বলেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত খুলনা ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৬৬ কেজি ১৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।