কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলার আমাদী বাজারে বেশি দামে সার বিক্রি অভিযোগে মোঃ আসাদুল গাজী কে ৩ হাজার টাকা ও প্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ব্যবসায়ী মোঃ শাহিন গাজী, ও মোঃ জাহের আলী গাজীকে ৪ হাজার টাকা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে্রট রুলী বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বেশিদামে সার বিক্রি ওপ্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিকার অভিযানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।