রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে আড়াই লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার ও তাদের সহযোগীরা: গভর্নর মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ মৃত্যু এক তৃতীয়াংশই মোটরসাইকেলে ঘোষণাপত্র পাঠ ও মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত বাগেরহাটে ২৪ কেজি হরিণের মাংস জব্দ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রাশিয়া—ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার পারুলিয়ার চারকুনিতে অগ্নিকাণ্ড \ জমায়াত আমীরের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

বেশি শতকের বিশ^ রেকর্ড রাচিনের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ^ রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁ—হাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ানডে ফরম্যাটের বিশ^কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরির নজির গড়েছেন রাচিন। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ^কাপে নিজের অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রাচিন। আহমেদাবাদের ঐ ম্যাচে ৯৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেছিলেন রাচিন। তার সাথে জুটিবদ্ধভাবে ডেভন কনওয়ের অপরাজিত ১৫২ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এবার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় রাচিনের। ইনজুরির কারণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন রাচিন। ২০২৩ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে খেলে এ পর্যন্ত ৪টি সেঞ্চুরির মালিক রাচিন। সবগুলোই আইসিসি ইভেন্টে। এক্ষেত্রেও রেকর্ড গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রাচিন। গত ওয়ানডে বিশ^কাপে ৩টি এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১টিসহ চারটি শতক হাকিয়েনে রাচিন। এতে পেছনে পড়ে গেছে নিজ দলের নাথান অ্যাস্টল ও কেন উইলিয়ামসনের রেকর্ড। দু’জনই ৩টি করে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com