শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেড়েই চলেছে তাপদাহ ঃ বইছে লু-হাওয়া সাতক্ষীরার অর্থনীতিতে বিরুপ প্রভাব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট ॥ দেশব্যাপী ভয়াবহ তাপদাহের কবলে বিপর্যস্থ জনজীবন। সুন্দরবন বেষ্টিত সাতক্ষীরাতেও অসম প্রতিযোগিতার মাধ্যমে তাপদাহ তার বিকিরন দিয়ে চলেছে। কোথাও শান্তি নেই। স্বস্তি যেন নির্বাসনে গেছে। সর্বত্র হাসফাস পরিস্থিতির অবতরনা ঘটেছে। জেলার বিশলক্ষাধীক মানুষ চরম অসহায়ত্ব সাথে প্রচন্ড তাপদাহ আর লু-হাওয়ার সাথে দিন অতিবাহিত করছে। ঘরে বাইরে সর্বত্র গরম আর গরম আর এই অসহনীয় গরমের সাথে পাল্লা দিয়ে সাতক্ষীরায় প্রতিযোগিতায় নেমেছে বিদ্যুতের লোডশেডিং। জেলা শহর হতে গ্রাম পর্যন্ত সর্বত্র লোডশেডিং। এক মাসের অধিক সময় গ্রীষ্মের তাপদাহ প্রচন্ড ভাবে তার উপস্থিতি জানান দিলেও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন উপস্থিতির কল্যানে ঘরে অবস্থানকরা এবং কর্মক্ষেত্রে থাকা মানুষগুলো কিছুটা স্বস্তিতে ছিল কিন্তু গত তিন/চার দিন যাবৎ বিদ্যুতের ঘন ঘন আসাযাওয়ার কারনে তাপদাহের কষ্ট অনেকগুন বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরার জনজীবনের দুর্বিসহ পরিস্থিতির পাশাপাশি উৎপাদন ব্যবস্থাতেও বিরুপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাপদাহের প্রভাব কৃষি উৎপাদন ব্যবস্থায় পড়তে থাকায় সবজি উৎপাদনে ব্যাঘাত ঘটছে যে কারনে গত কয়েকদিনে সবিজর মূল্য বৃদ্ধি পেয়েছে। এই প্রতিনিধি জেলার বিভিন্ন সবজি বাগান ও ফসলী চাষাবাদ ক্ষেত সরেজমিন পরিদর্শন করে দেখতে পেয়েছে সবজি ক্ষেতের সবজি হলূদাভাব এবং নিস্তেজ হয়ে নুয়ে পড়ছে। পুকুরের পানি সবজি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছিল কিন্তু পুকুরের পানি নেই তাই সবজি ক্ষেতে জো তথা শীতল পরিবেশ বজায় রাখতে সেচের ব্যবস্থা করা হচ্ছে এখানেও বিপাকেকৃষকরা। বিদ্যুতের লোডশেডিং সবজি ক্ষেত্রে ও কৃষি উৎপাদনেখুব বেশী ব্যাঘাত না ঘটলেও মোটর ব্যবস্থাপনায় টিউবওয়েলের মাধ্যমে সেচ ক্ষেতে সমস্যা হচ্ছে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কাঙ্খিত পানি উত্তোলন হচ্ছে না। সাতক্ষীরার অর্থনীতিতে বিশেষকরে বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবেবিবেচিতচিংড়ী উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিরমুখে। প্রচন্ড গরমে ঘেরের পানি ভেদ করে মাটি পর্যন্ত গরম হচ্ছে যে কারনে চিংড়ীর বৃদ্ধি যেমন ঘটছে না অনুরুপ চিংড়ী মরছে। সাতক্ষীরার অর্থনীতিতে পোল্ট্রি শিল্প অত্যন্ত উচ্চতায় পৌছেছে। বিপুল সংখ্যক মানুষ পোল্ট্রি চাষের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা খুজে পেয়েছে। তাপদাহের কল্যানে পোল্ট্রি অসুস্থ হওয়ার এবং কোথাও কোথাও পোল্ট্রি মারা যাওয়অরখবর আসছে। কায়িক পরিশ্রমী মানুষগুলো মাঠে ঘাটে কাজ করতে পারছে না যে কারনে তাদের জীবন জীবিকা নির্বাহ করনের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার জনজীবনে ও উৎপাদনে গতি ফেরাতে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন উপস্থিতির বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com