বাংলাদেশ কৃষি প্রধানদেশ হিসেবে পরিচিত থাকলেও সা¤প্রতিক বছর গুলোতে আমাদের দেশ শিল্পে বিশেষ উন্নতি লাভ করেছে। বিশ্বের দেশে দেশে আমাদের সুনাম এবং সুখ্যাতির বর্তমান কারন শিল্প, একদা আমাদের দেশ শিল্পে অনগ্রসর ছিলো, শিল্প উন্নয়নে পিছিয়ে পড়া দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ বর্তমান সময়ে শিল্প উন্নত। আমাদের দেশের উৎপাদিত শিল্প সামগ্রী বিশ্বের যে কোন দেশের তুলনায় উন্নত, আধুনিক এবং বিশ্বমানের, প্রতি বছর দেশ শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে দেশ। অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা উপার্জনে অনেক অনেক দুর এগিয়েছে। বিশ্ব ব্যবস্থা তথা আন্তর্জাতিক বিশ্ব একদা আমাদেরকে দরিদ্র দেশ হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বর্তমান সময়ে আমরা শিল্প উৎপাদনে বহুলাংশে অগ্রগামী। বিশ্ব বাজার হতে আমাদের অভ্যন্তরীন প্রয়োজন মেটাতে শিল্প সামগ্রী আমদানী করা ছিল রুটিন মাফিক প্রক্রিয়া কিন্তু বাস্তবতা হলো বিশ্ব বাজার হতে আমদানী নয়, আমাদের দেশের উৎপাদিত শিল্প সামগ্রী আমরা বিশ্ব বাজারে রপ্তানী করে চলেছি। শিল্প রপ্তানীর পাশাপাশি উৎপাদিত কৃষি পণ্য ও দেশ রপ্তানী করছে এবং উৎপাদিত কৃষি পন্য রপ্তানীর মাধ্যমে প্রতিবছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে বাংলাদেশ। আমরা কেবল মাত্র কৃষি পণ্য রপ্তানী করছি তা নয়, কৃষি যন্ত্রপাতি ও কৃষি প্রযুক্তিতে আমরা রপ্তানী করে চলেছি। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান পরিস্থিতি ও অবস্থা অব্যাহত থাকলে আগামী দিন গুলোতে দেশ আরও অধিক পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্র নিশ্চিত করবে।