বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বোমা হামলায় কলম্বিয়ায় নিহত ৭ পুলিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বামপন্থিরা ক্ষমতা আসার পর থেকে নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম প্রাণঘাতী হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত শুক্রবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে হামলার এ ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর তিনি দেশের ভেতরে প্রায় ৬০ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে ‘পুরোপুরি শান্তি’ আনার প্রতিশ্র“তি দিয়েছিলেন। টুইটারে পেত্রো বলেন, “আমি হুইলার সান লুইসে বিস্ফোরকযোগে চালানো হামলাটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সেখানে ৭ পুলিশ নিহত হয়েছে, তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। “এসব কর্মকান্ড স্পষ্ট নাশকতা। আমি কর্তৃপক্ষগুলোকে তদন্ত শুরু করার জন্য ওই এলাকায় যেতে বলেছি।” পুলিশের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বহনকারী গাড়িতে বিস্ফোরকের আঘাতে ওই কর্মকর্তারা নিহত হয়েছেন। হামলাকারীদের নাম নেননি এম-১৯ গেরিলা দলের সাবেক সদস্য পেত্রো। কিন্তু এখন বিদ্রোহ থেকে সরে দাঁড়ানো রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) ভিন্নমতাবলম্বী গেরিলারা হুইলার সান লুইস এলাকায় তৎপরতা চালিয়ে থাকে বলে ভাষ্য নিরাপত্তা কর্মকর্তাদের। ফার্কের সাবেক নেতৃবৃন্দের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি হয় তা প্রত্যাখ্যান করে গোষ্ঠীটির ভিন্নমতাবলম্বী অংশগুলো। সরকারের ভাষ্য অনুযায়ী, শান্তি চুক্তি প্রত্যাখ্যান করা গেরিলার সংখ্যা প্রায় ২৪০০। কলম্বিয়ায় সরকারের সঙ্গে বামপন্থি গেরিলা, ডানপন্থি আধাসামরিক বাহিনী ও মাদক পাচারকারীদের দলগুলোর লড়াই চলছে এবং ১৯৮৫ সাল থেকে ২০১৮ এর মধ্যে অন্তত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com