শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বোর্ডের উপর অসন্তুষ্ট হয়ে অবসর নিয়েছেন কোহলি!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। এরপর নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের কিছু গণমাধ্যমে এমন খবরও এসেছে, হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে খাপ খাওয়াতে না পেরেই সম্ভবত সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। কেউবা বলছেন, বোর্ড থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এসব কিছু নয়। বিরাট কোহলি পরিবারকে সময় দিতে চেয়েছিলেন, সেই কারণেই এমন কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। রোহিত শর্মার টেস্ট অবসরের পাঁচদিন যেতে না যেতেই কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ চাপে রয়েছে। কিন্তু কোহলি কি স্বেচ্ছায় অবসর নিয়েছেন? এই সিদ্ধান্তের পেছনে কি অন্য কিছুর ভূমিকা ছিল না? বর্ডার গাভাস্বকার ট্রফিতে বারবার অফ স্টাম্পের বাইরের বলে আউট হওয়ার পর রঞ্জিতে কোহলি নেমেছিলেন দিল্লির জার্সিতে। ফলে মনে করা হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলার ইচ্ছা রয়েছে তার। এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত কেন? বর্ডার—গাভাস্কার ট্রফিতে হারের পর ক্রিকেটারদের জন্য ১০ দফা ফরমান জারি করেছিল বোর্ড, যেখানে ছিল পরিবারের থেকে বিদেশ সফরের সময়ে দূরে থাকার কথাও। দেড় মাসের সিরিজের ক্ষেত্রে ক্রিকেটারদের পরিবার মাত্র ১৪ দিনের জন্য খেলোয়াড়ের সঙ্গে থাকতে পারবে। বিরাট এবং রোহিত, দুজনেরই ছেলে একদম ছোট। অনেকে মনে করছেন, এ কারণেই তারা টেস্ট ছেড়েছেন। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, কোহলি এপ্রিল মাসেই নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর এবং বোর্ডের এক শীর্ষকর্তাকে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। তিনি পরিবারকেই আরও বেশি সময় দিতে চেয়েছিলেন। এরপর বিসিসিআই পাল্টা কোহলিকে জানায়, যাতে দ্রুত এমন কোনও সিদ্ধান্ত না নেয়। কিন্তু কোহলি ফের রোহিতের অবসরের দিনই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। আরও একবার তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে বিসিসিআই। কিন্তু কোহলি আর শোনেননি। এর আগেও কোহলি বলেছিলেন, ‘মানুষকে পরিবারের গুরুত্ব বোঝানোর কাজটা খুবই কঠিন। আমার মনে হয়না মানুষ বুঝতে পারে, পরিবারের মানে ঠিক কতটা। আমি একা ঘরে গিয়ে বসে থাকতে চাই না, আমি সাধারণ মানুষের মতোই থাকতে চাই। সেটা করতে পারলে আমি খেলাকেও দায়িত্বের মতো করেই পালন করতে পারব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com